গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী শাহীন শাহ্

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে  আ’লীগের মনোনীত প্রার্থী শাহীন শাহ্

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা
আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেলেন মু. শাহিন শাহ্। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ গলাচিপা-দশমিনা যুব ঐক্যফ্রন্টের সভাপতি এবং গলাচিপা সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্বান্তে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মু. শাহীন শাহ্-কে দলীয়ভাবে মনোনীত করা হয়। এ খবর পেয়ে সন্ধ্যায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মানিক মিয়া, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, সদর ইউপি সদস্য মো. আতিকুর রহমান হিরন প্রমূখ।
গলাচিপা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আওয়ামীলীগের স্থানীয় ভাবে মনোনীত তিন জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। তারা হলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন শাহ্, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুঃ সামসুজ্জামান লিকন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। এদের মধ্যে বাছাই করে মুঃ শাহীন শাহ্ কে দলীয় মনোনয়ন দেয়া হয়।
চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী মুঃ শাহিন শাহ্ রবিবার মনোনয়ন পত্র দাখিল করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, চতুর্থ ধাপে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১শে মার্চ অনুষ্ঠিত হবে।